
স্টাফ রিপোর্টার: পিআইডি’র সিনিয়র তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ বলেছেন, নারী নির্যাতন একজন মানুষের সৃষ্টিশীলতা ধ্বংস করে, একটা পরিবারকে এলোমেলো করে দেয়, সমাজকে অশান্ত করে তোলে। যে পরিবারে নারী নির্যাতন নেই সে পরিবারে অশান্তি ঢোকে কম। নির্যাতনবিহীন পরিবেশে শিশুদের সুষ্ঠু বিকাশ ঘটে। নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সকলকে স্ব স্ব অবস্থানে থেকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
তিনি বুধবার (২৫ নভেম্বর) রূপান্তর-এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইড, ইউকেএইড-এর সহায়তায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সহায়তায় অনুষ্ঠিত এ সভায় খুলনা জেলা নারী ব্রিগেড ও নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম, খুলনা মহানগর-এর সদস্যরা এ সভায় অংশ নেন। নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম, খুলনা মহানগর-এর আহ্বায়ক কেসিসি’র কাউন্সিলর আমেনা হালিম বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তৃতা করেন খুলনা জেলা নারী ব্রিগেড-এর আহ্বায়ক এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
আলোচনা সভা শেষে খুলনা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর আমেনা হালিম বেবী, এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম, খুলনা মহানগর-এর যুগ্ম-আহ্বায়ক রিনা পারভীন, সদস্য সচিব এ্যাডভোকেট পপি ব্যানার্জী, নারী ব্রিগেড-এর সদস্য হোসনেয়ারা প্রমূখ। পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের জরুরী হটলাইন-এর তথ্য সম্বলিত দু’টি প্রচার বোর্ড স্থাপন করা হয় ফাতিমা বালিকা বিদ্যালয় এবং ফুলবাড়ীগেট হাই স্কুলে।