মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ❙ ৭ চৈত্র ১৪২৯

নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ পাওয়া যায়নি: মার্কিন অ্যাটর্নি জেনারেল

এসবিনিউজ ডেস্ক: মার্কিন নির্বাচনে রিপাবলিকান যে কারচুপির অভিযোগ তুলেছে সেটি প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার।সংবাদ সংস্থা এপিকে দেওয়া একটি সাক্ষাতকারে মঙ্গলবার বার এমনটি বলেন।
নির্বাচনে কারচুপির প্রসঙ্গে বার বলেন, এখন পর্যন্ত আমরা এমন কোনো জালিয়াতির প্রমাণ পাইনি যেটা নির্বাচনের ফলকে প্রভাবিত করতে পারে।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৩০৬ ইলেকটোরাল ভোট অর্জন করে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন নির্বাচনের ফলাফল আসার পর থেকেই হার স্বীকার করতে অসম্মত ট্রাম্প এবং এরপর থেকেই কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে যাচ্ছেন তিনি। এই ঘটনায় দীর্ঘদিন ধরে চলে আসা মার্কিন নির্বাচনের ধারাও ব্যহত হয়েছে।

Related posts