
স্টাফ রিপোর্টার: নির্ধারিত সময়ের আগেই খুলনা-মোংলা রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হবে। প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী বলেন, তিন হাজার আটশত এক কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্প ২০২০ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারির মধ্যেই সকল কাজ সম্পন্ন হবে। প্রকল্পের মধ্যে রয়েছে ৬৪.৭৫ কিলোমিটার মেইন লাইন, ২১.১১ কিলোমিটার লুপলাইন এবং ৫.১৩ কিলোমিটার রূপসা রেল সেতু নির্মাণ কাজ। রেললাইন নির্মাণসহ সকল কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে প্রকল্প অফিস সূত্রে জানা যায়।
এদিকে রেলপথ সচিব মোঃ মোফাজ্জেল হোসেন চলতি বছরের বর্ষা মৌসুমের আগেই খুলনা-মংলা রেলপথ নির্মাণ প্রকল্পের সিংহভাগ কাজ শেষ করার নিদের্শ দিয়েছেন। তিনি শুক্রবার(২২ফেব্রুয়ারি)খুলনার প্রকল্প অফিসে প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভায় এই নিদের্শ দেন।
পর্যালোচনা সভায় প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন, ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সচিব বলেন, খুলনা মোংলা রেলপথ নির্মাণ বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক। এটি দুই দেশের যৌথ উদ্যোগে বাস্তবায়িতব্য একটি শুভেচ্ছা প্রকল্প। সুতরাং এই প্রকল্পে সময় অপচয় করার এবং গুণগতমান নিয়ে আপোস করার কোন সুযোগ নেই।
সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন যেকোন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি আগামী নভেম্বরের মধ্যে ফুলতলা থেকে মোহাম্মদনগর স্টেশন পর্যন্ত রেল চলাচলের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করার নির্দেশনা দেন। এসময় সচিব প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতির নানাদিক পর্যালোচনা করেন।