
রূপসা (খুলনা) প্রতিনিধি: নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত রূপসা উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, নারী নির্যাতন এবং বাল্যবিয়ে বন্ধে রাষ্ট্রীয় প্রচেষ্টাকে সফল করে তুলতে হলে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এবং সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করলে সমাজ থেকে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব।
বুধবার (১৮ নভেম্বর) নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে রূপসা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। রূপসা উপজেলা সদরে কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজা মনা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রবীণ শিক্ষক বিশ্বনাথ ভট্টাচার্য, ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার, আকলিমা খাতুন তুলি, খন্দকার শরীফুল ইসলাম, রূপসা প্লাটফর্মের সদস্য সচিব শফিকুল ইসলাম, কাজদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলী, প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক মাধুরী সরকার, রূপসা প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী ডিসেম্বর পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, নারী নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন, বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, মানব বন্ধন, লিফলেট বিলি, হট-লাইন প্রচারণা বোর্ড স্থাপন, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায়, ওয়ার্ড সভায়, ধর্মীয় প্রতিষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা ইত্যাদি।