
রূপসা (খুলনা) প্রতিনিধি: রূপসায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আলোচনা সভায় রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা বলেছেন, আগামী প্রজন্মকে নারী নির্যাতনহীন একটা সমাজ উপহার দিতে আমাদের অঙ্গিকারবদ্ধ হতে হবে। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করলে এ কাজে দ্রুত সফলতা পাওয়া যাবে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলির সমন্বিত কার্যক্রম নারী নির্যাতন হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রূপসা উপজেলার সরকারি কাজদিয়া স্কুল মিলনায়তনে রূপান্তর-এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইড, ইউকেএইড-এর সহায়তায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের টেকনিক্যাল সহায়তায় অনুষ্ঠিত এ সভায় রূপসা নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যবৃন্দসহ এ সভায় অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্লাটফর্মের আহ্বায়ক এবং রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজা মনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা। আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ যোবায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সরকারি কাজদিয়া স্কুলের সিনিয়র শিক্ষক বিশ^নাথ ভট্টাচার্য, সমাজসেবী সৈয়দ মোরশেদুল ইসলাম বাবু, এস এম হাবিব, রূপসা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক রীনা পারভীন, রূপান্তর-এর জেন্ডার বেজড ভায়োলেন্স প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস প্রমুখ।
বক্তৃতাকালে মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন বলেন, আজকের এই দিনে সবার অঙ্গিকার হোক, আমাদের কারো সামনে নারী নির্যাতনের ঘটনা ঘটলে সম্মিলিতভাবে তা’ প্রতিরোধ করবো।
আলোচনা সভা শেষে রূপসা উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। সভায় অংশগ্রহণকারীবৃন্দ অপরাজিতা নেটওয়ার্কের সদস্যবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফুর্তভাবে এই মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে সরকারের জরুরী হটলাইন-এর তথ্য সম্বলিত দু’টি প্রচার বোর্ড স্থাপন করা হয় কাজদিয়া বাজারের গুরুত্বপূর্ণ স্থানে।