
স্টাফ রিপোর্টার: নারী জাতির ক্ষমতায়ন ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে গেলে নারীদের বাদ দিয়ে দেশের কোন কিছুই করা যাবেনা। সবক্ষেত্রে নারীদের সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে উন্নীত করতে হবে। আমরা সমতায় বিশ্বাস করি। নারীকে সর্বক্ষেত্রে এগিয়ে রাখতে হবে। দেশে নারী নির্যাতন বন্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নারী শ্রমিকের নিরাপত্তা, মজুরি, ছুটি, মাতৃত্বকালীন সুবিধাসহ সকল ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মঙ্গলবার (১০ মার্চ) পাবলিক হল প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ প্রতিপাদ্যে “নারীদের মুখ খুলে কথা বলা”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগ,খুলনার নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিকটিম সার্পোট সেন্টারের ইনচার্জ ও কে এম পি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সোনালী সেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সাংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম। প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য দেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলিতের প্রোগ্রাম সমন্বয়কারী ধরা দেবী দাস। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর নারীরা তাদের জীবনের কথা বলেন।