
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূলতা মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বাড়াতে হবে।
সিটি বলেন, উন্নত দেশগুলি থেকে বায়ুমন্ডলে অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় ২০১৫ সালে কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জোরালো ভূমিকা রাখেন। বঙ্গবন্ধু কন্যার ভূমিকার কারণে অধিকতর কার্বন নিঃসরণকারি দেশসমূহ কার্বন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়। সেই পদক্ষেপগুলো এখন বাস্তবায়ন করা দরকার।
সিটি মেয়র বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ারআশংকা দেখা দিয়েছে। ব্যাপক জনসচেতনতার মাধ্যমে এই পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা জোরদার করার পাশাপাশি যেখানে সেখানে বর্জ্য ফেলা থেকে বিরত থাকার জন্য সিটি মেয়র সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র বৃহস্পতিবার (১৯ মার্চ) নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সেরা জ্বালানী সাশ্রয়ী পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জার্মানভিত্তিক দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের আর্থিক সহায়তায় খুলনা সিটি কর্পোরেশন ও কোষ্টাল ডেভলপমেন্ট পার্টনারশীপ (সিডিপি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরিবেশ অধিদপ্তর-খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমান খান (উপসচিব)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম ও খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মোঃ ডালিম হাওলাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, সাহিদা বেগম, বিএমএ-খুলনার সভাপতি ডাঃ বাহারুল আলম, কৃষক নেতা শ্যামল সিংহ রায়, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, সিডিপি’র সমন্বয়কারী ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন নাগরিক নেতা এ্যাড. কুদরত-ই-খুদা।
অনুষ্ঠানে সোলার এনার্জি ব্যবহারে ভূমিকা রাখায় এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড, কেসিসি’র সোলার এনার্জি পার্ক ও এপিসি ফার্মাসিউটিক্যালস লিঃ সেরা জ্বালানী সাশ্রয়ী পুরস্কার ২০২০ লাভ করে। সিটি মেয়র সংস্থার প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।