বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ❙ ৯ চৈত্র ১৪২৯

নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক থাকছে না

এসবিনিউজ ডেস্ক: নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগ থাকছে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি জানান, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ বাদ দিয়ে সমন্বিত কারিকুলাম করা হবে। আর এটা কার্যকর হবে ২০২২ সালে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী জানান, করোনা মহামারির কারণে সহসাই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে সরকার বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছে।

Related posts