
এসবিনিউজ ডেস্ক: নতুন কোন প্রতিষ্ঠান জার্সির বিজ্ঞাপন স্বত্ত্ব পেলে কিছুটা বদলে যায় জার্সির ডিজাইন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুধু বিজ্ঞাপন স্বত্বের কারণে নয় অন্য একটি কারণে বেশ পরিবর্তন আসছে টাইগারদের জার্সিতে। স্বাধীনতার ৫০তম দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে থাকবে মুক্তিযুদ্ধের ঐতিহ্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুরো দেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে, উদ্যোগ নিয়েছে। নিয়েছে নানান পরিকল্পনা। বিসিবিও তাই ‘বিশেষ জার্সির’ পরিকল্পনা করেছে।
রোববার (১৭ জানুয়ারি) আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের স্বাধীনতার ৫০তম বর্ষ। এটা তাই আমাদের সবার কাছে বিশেষ উপলক্ষ। দেশবাসীর মতো ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা তাই এর সঙ্গে জড়িত হতে যাচ্ছে। বছরটি উদযাপন করার জন্য আমরা বিশেষ জার্সির কথা চিন্তা করেছি। জার্সিটা বাংলাদেশের জাতীয় পতাকা অনুসরণ করে করা হয়েছে। সবুজ এবং লাল রঙের মিশ্রণে জার্সির ডিজাইন করা হয়েছে। অন্য কোন রং নেই।’
তিনি বলেন, ‘জাতীয় পতাকার লাল সূর্যটা জার্সিতে আমরা তুলে ধরেছি। এছাড়া দেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধারা যেভাবে উদযাপন করেছেন সেটিও তুলে ধরা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ। আশা করছি জার্সিটা ভালো লাগবে।’