বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ❙ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

নগর ছাত্রলীগ নেতার অসুস্থ মায়ের শয্যাপাশে সালাম মূর্শেদী এমপি

স্টাফ রিপোর্টার: খুলনা-৪ আসনের সংসদ সদস্য বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী শুক্রবার (১০এপ্রিল) খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতির অসুস্থ মাকে দেখতে নগরীর ফরটিস হাসপাতালে যান।
সাংসদ মূর্শেদী শেখ শাহাজালাল হোসেন সুজনের মা রিজিয়া বেগমের সাথে কথা বলে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার চিকিৎসার ব্যাপারে ডাক্তারদের সাথেও কথা বলেন। এর আগে তিনি রূপসায় চিকিৎসাধীন মহিলা আওয়ামী লীগ নেত্রী রেখা বেগমের বাড়িতে তাকে দেখতে যান। সেখানেও তার চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, মিয়া আরিফ হোসেন, গোলাম হাবিব সুমন, জিয়াউল আহসান টিটো, নোমান ওসমানি রিচি প্রমুখ।

Related posts