
এসবিনিউজ ডেস্ক: দেশে ফিরেছেন মিয়ানমারের ইয়াংগুনে বিমান দুর্ঘটনায় আহত পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ও চার যাত্রী। শুক্রবার রাত ১০টা ৩১ মিনিটে আহত ১০ জনকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। শাহজালাল বিমানবন্দর থেকে ক্যাপ্টেন শামিম নজরুলকে সম্মিলিত সামরিক হাসপাতালে এবং মানসিকভাবে বিপর্যস্ত তিন যাত্রীকে রাজধানীর এপোলো হসপিটালে নেয়া হয়েছে।
এর আগে বিকেল ৪টার দিকে বিমানের বিশেষ ফ্লাইট আহতদের দেশে ফিরিয়ে আনতে মিয়ানমারের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে যায়।