
এসবিনিউজ ডেস্ক: করোনা ভাইরাসের শনাক্তকরণ কিট উদ্ভাবন করেছে বাংলাদেশি কোম্পানি ওএমসি হেলথ কেয়ার (প্রা.) লি.। বাংলাদেশে এই প্রথম কোনো প্রতিষ্ঠান করোনা ভাইরাসের কিট উদ্ভাবন করে ঔষধ প্রশাসনের অনুমোদন পেয়েছে।
গত ৩ জানুয়ারি বাংলাদেশ ঔষধ প্রশাসন (ডিজিডিএ) বাণিজ্যিকভাবে উৎপাদন এবং সরবরাহ করার অনুমোদন দিয়েছে কিটটি। করোনা ভাইরাস শনাক্তকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই এই আরটি-পিসিআরভিত্তিক কিট তৈরি করা হয়েছে।
কোভিড-১৯ আক্রান্ত রোগী চিহ্নিত করতে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার কোনো বিকল্প নেই, ফলে বাংলাদেশে সুলভ মূল্যে প্রচুর পরিমাণ টেস্ট কিট প্রয়োজন। বিদেশ থেকে আনা কিট ভোক্তা পর্যায়ে যে পরিমাণ খরচ হয়, এর চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম খরচে ওএমসি হেলথ কেয়ারের কিট দিয়ে টেস্ট করা যাবে।
ওএমসি হেলথ কেয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল কবির বলেছেন, ‘আমাদের প্রাথমিকভাবে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট কিট উৎপাদন করার সক্ষমতা রয়েছে। প্রয়োজনে এই সক্ষমতা বাড়ানো যাবে। কিটের সর্বোচ্চ গুণমান নিশ্চিত করতে আমরা অটোমেটিক প্রোডাকশন লাইন ব্যবহার করেছি।’