
দাকোপ (খুলনা) প্রতিনিধি: দাকোপ উপজেলার কালাবগী গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবঃ) মরহুম ডঃ শেখ আলী আরশাদ এর পরিবারের পক্ষ থেকে কালাবগী গ্রামের অসহায়-দরিদ্র মানুষদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শুক্রবার (১৫ জানুয়ারি) দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ছালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় একশত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সুতারখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আইউব আলী ঢালী, প্রাক্তন ইউপি মেম্বর মনোয়ারা বেগম, উন্নয়ন কর্মী অসীম আনন্দ দাস, মাহাবুবুর রহমান সেন্টু, রাজীব হাসান, স্থানীয় শিশু সংগঠন “মানুষের জন্য আমরা” এর সভাপতি বেলাল হোসেন, সমাজ সেবক শংকর কুমার ঘোষ, মোঃ রাকিব হোসেন প্রমুখ।