দাকোপে জেলা আ’লীগের খাদ্যসামগ্রী বিতরণ

দাকোপ(খুলনা) প্রতিনিধি: দাকোপে জেলা আ’লীগের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। বুধবার (১ এপ্রিল) দাকোপ উপজেলা আওয়ামীলীগ অফিসে এ  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময়  সুজিত অধিকারী বলেন, জননেত্রী শেখ হাসিনার বারতা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। সারা পৃথিবী এখন করোনা সংক্রমণে আতঙ্কিত। আমাদের সরকার সব সময় আপনাদের পাশে আছেন। কাজ না থাকার কারণে কোনো মানুষকে না খেয়ে মরতে দেয়া হবে না। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করতে হবে, সরকারের স্বাস্থ্যবিভাগের কথা মেনে চলতে হবে। তাহলে আমরা করোনার হাত থেকে রেহাই পাব। এই মহা দূঃসময়ে আমরা হতাশ হব না এবং কারো গুজবে কান দেব না। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তি, সাবেক ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক নিমাই চন্দ্র রায়, জেলা আ’লীগের অসিত বরণ বিশ্বাস, উপজেলা আ’লীগের সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, খুলনা জেলা পরিষদের সদস্য জয়ন্তী রানী সরদার, চালনা পৌরসভার মেয়র সনৎ কুমার বিশ্বাসসহ আরো অনেকে।

Related posts