
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার (৪ এপ্রিল) নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে সাবান বিতরণ করেন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৭৭ হাজার ২’শ ৬টি পরিবারের প্রত্যেককে ৫টি করে ৩লক্ষ ৮৬ হাজার ৩০টি সাবান বিতরণ করা হচ্ছে। খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।