
এসবিনিউজ ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে পাকিস্তানে আর ভারতে মৃতের সংখ্যা বেশি।
পাকিস্তানে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০১ জন আর মৃতের দিক থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে ৫৬ জন।
এছাড়া আফগানিস্তানে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৭৩ জন আর মৃত্যু বরণ করেছে ৬ জন। শ্রীলংকায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫১ জন আর মৃত্যু হয়েছে ৩ জনের। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন আর মৃত্যু হয়েছে ৬ জনের। মালদ্বীপে আক্রান্ত হয়েছে ৩১ জন, তবে দেশটিতে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। নেপালে আক্রান্ত হয়েছে ৬ জন এবং করোনায় কেউ মারা যায়নি। এবং সর্বশেষ ভুটানে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে আর এ দেশেও কেউ মৃত্যু বরণ করেনি।
এদিকে গোটা বিশ্বে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০০ এর বেশি অঞ্চল ও দেশ। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৫৩ হাজারের বেশি মানুষ।