সোমবার, ২৭ মার্চ ২০২৩ ❙ ১২ চৈত্র ১৪২৯

তালায় সনৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মশিয়ার ও পাপড়ি নির্বাচিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রোববার (২৪মার্চ) অনুষ্ঠিত সাতক্ষীরার তালা উপজেলা পরষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঘোষ সনৎ কুমার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৪৩শতাংশ।
তালা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীকে ঘোষ সনৎ কুমার ৫১হাজার ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএম ফজলুল হক আনারস প্রতীকে পেয়েছন ৪৮ হাজার ৭০০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে সরদার মশিয়ার রহমান ৫৩ হাজার ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইখতিয়ার হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে মুরশিদা পারভীন পাপড়ি ৫১ হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাকিলা ইসলাম জুই হাঁস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২২৫ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার পেয়েছেন ৯৯৪৮,চশমা প্রতীকে উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আমিনুজ্জামান পেয়েছেন ২৯১৪ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে জেবুন্নেছা খানম পেয়েছেন ১০৭৩৪। রোববার সকাল ৮টা থেকে উপজেলার ১২টি ইউনিয়নের ৯৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Related posts