
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা সংঘ আয়োজিত এক মনোজ্ঞ সাংষ্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার তালা মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ কাশেম। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু হাসান, হরেন্দ্র নাথ মন্ডল, প্রভাষক কণা বিশ্বাস, মাসুদুজ্জামান, ভবতোষ মন্ডল, নাজিম উদ্দীন, সুতপা রাহা টুম্পা প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান।