
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ উদযাপনে র্যালী,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদর ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভায় মিলিত হয়। এর আগে উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে ৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাাঁপড়ি। সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্ম্মল কুমাল ঘোষ। বক্তৃতা করেন এনএডিপির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল।