
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ধারালো দা’য়ের কোপে শেফালী ঘোষ (৬৫) নামের এক বৃদ্ধা জখম হয়েছে। সোমবার (২৮জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে ।
বৃদ্ধার ছেলে মহেশ্বর ঘোষ জানায়, উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত শুকুর আলী মোড়লের ছেলে গফুর মোড়ল আমাদের মুশরির ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল। এসময় আমার মা তাকে জমির আইল দিয়ে যাওয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে আমার বৃদ্ধ মাকে তার হাতে থাকা ধারালো দা দিয়ে মুখে কুপিয়ে জখম করে। এসময় মায়ের চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থল এসে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে । মহেশ্বর ঘোষ আরও জানায়, আব্দুল গফুর একজন উগ্র মানসিকতার মানুষ। এরকম ঘটনা এর আগেই সে কয়েকবার ঘটিয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ঐ পরিবার কোথাও কোন মামলা বা অভিযোগ করেনি। হামলাকারী হাসপাতালে এসে মামলা করলে জীবননাশের হুমকি দিয়ে গেছে বলে জানিয়েছে অসহায় পরিবারটি। এ ব্যাপারে ভুক্তভোগী অসহায় পরিবার ও এলাকাবাসী আব্দুল গফুরকে তদন্তপূর্বক আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।