তালায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবত কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি উপজেলা জালালপুর গ্রামের মৃত এখলাচ দালালের ছেলে। মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
জোহরবাদ জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবাবিরক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা এক্য্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা,তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, তালা থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, ইউপি সদস্য কালিদাসসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related posts