
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে শাহিনুর রহমান (১৩) নামের এক স্কুল ছাত্রর মৃত্যু হয়েছে। সে উপজেলার মিঠাবাড়ী গ্রামের আবুল কালাম শেখের পুত্র এবং নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের ৮ম শ্রেণির ছাত্র। রোববার (২০ জানুয়ারী) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হয় শাহিনুর। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা জানান, নিহত স্কুল ছাত্র শাহিনুর রহমান নসিমন যোগে সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সে বাসটির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, বাসটি আটক করা হয়েছে। এদিকে স্কুল ছাত্র শাহিনুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।