তালায় বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১৭ মার্চ) তালা উপ-শহরে র্যা লি, শিশু সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, চিত্রাংকন, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে উপ-শহরে র্যা লি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজউদ্দীন, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক পিএম গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।

Related posts