তালায় দুই সন্তানের জননী গৃহবধুকে কুপিয়ে জখম

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে জান্নাতুল ফেরদৌস (৪৫) নামে দুই সন্তানের জননী এক বিধবা গৃহবধুকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাতœক জখম করেছে তারই দেবর কাজী মুর্শিদ গংরা। উপজেলার তেতুঁলিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে সোমবার (২৮জানুয়ারি)। আহত জান্নাতুল ফেরদৌসকে মূমুর্ষ অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার সকালে তেঁতুলিয়া গ্রামের মৃত কাজী মকছেদে’র ছেলে কাজী মুরশীদ ও তার স্ত্রী লাখী বেগম পারিবারিক কোন্দলের জের ধরে তার আপন বড় ভাই মৃত কাজী মাসুদ আহম্মেদের স্ত্রী জান্নাতুলকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাতœক জখম করে। এসময় তার আতœচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে।
তালা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাহারুল ইসলাম জানান, আহতের শরীরে কোপের আঘাতে ২ইঞ্চি ও ৩ ইঞ্চির মত গভীর ক্ষত রয়েছে।
গৃহবধূ জান্নাতুলের ভাই মুন্না জানান, তার বোনের স্বামী প্রায় দেড় বছর আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর থেকে তার ছোট ভাই কাজী মুরশীদ ও তার স্ত্রী লাকীসহ তাদের ছেলে-মেয়েরা তার বোনকে বাড়ী ছাড়া করতে বিভিন্ন সময় অত্যাচার-নির্যাতন করে আসছে। নিরুপায় বোন তার সন্তানদের কথা চিন্তা করে নির্বিচারে নির্যাতন সহ্য করে তার স্বামীর বাড়িতে টিকে থাকার চেষ্টা করছে। এদিনের ঘটনা তারই বহিঃপ্রকাশ ।
এ ঘটনায় প্রভাবশালী কাজী মুরশীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এঘটনায় থানায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related posts