
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার তালা ডাকবাংলোয় চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনি সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আব্দুল জব্বার সরদার, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেবাশিষ, সাধারণ সম্পাদক রাজু ফকির, খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক আক্তার, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি একরামুল, সাধারণ সম্পাদক জুয়েল, খেশরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তিমুর, সাধারণ সম্পাদক আসলাম প্রমুখ। সভায় ছাত্রলীগকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।