
এসবিনিউজ ডেস্ক: ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে শেখ বজলুর রহমান ও এস এ মান্নান কচি।
অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণে আওয়ামী লীগের সভাপতি নিবার্চিত হয়েছেন আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরফুদ্দিন আহমেদ সেন্টু।
আজ বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ঢাকা মহানগর উত্তর ওদক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এর আগে সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়।