
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রহিমা (৫০) নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় ১১ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার দিবাগত রাত রাত ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রহিমা সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ডাক্তার শৈলেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রহিমা ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার খুমেকে আসেন। এর আগে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামান (৩৭) নামে এক ডেঙ্গু রোগী মারা যান।