ডুমুরিয়ায় পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন নির্বাচনে এনামুল সভাপতি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত ডুমুরিয়া উপজেলার ভদ্রা-সালতা পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা সদরে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ব্লু-গোল্ড সংস্থার আয়োজনে এসোসিয়েশনের নির্বাচন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ করা হয়। সংগঠনের ১২টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য ১১ টি পদে ইতিমধ্যে বিনা প্রতিদ¦ন্দ্বীতায় নির্বাচন শেষ হয়েছে। সংগঠনের ২৭/১ ও ২৭/২ নং পোল্ডারেরর অন্তর্ভূক্ত সভাপতি পদে ২১ টি ডব্লিউএমজি ৮০ জন ভোটারের মধ্যে থেকে ৭৯ জন সদস্য ভোট প্রদান করেন। ১ জন ভোটার অনুপস্থিত ছিলেন। শেখ এনামুল হক ছাতা প্রতীকে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান মোড়ল চেয়ার প্রতীকে ৩৬ ভোট পেয়েছেন। নির্বাচনে শেখ আমজাদ হোসেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে তানজীনা আক্তার ও খান আনিচুজ্জামান দায়িত্ব পালন করেন

Related posts