ডুমুরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা: ডুমুরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বৃহস্পতিবার শুরু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ডুমুরিয়া উপ-বিভাগীয় প্রকৌশলীর আওতাভুক্ত উপজেলা সদরে মরহুম আলহাজ্ব হাসেম আলী পাইকারী কাঁচা বাজার ও আনোয়ারা মৎস্য আড়ৎ থেকে উচ্ছেদ অভিযান শুরু করেন উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান।

তিনি বলেন, ডুমুরিয়া উপজেলায় ১ হাজার ৪শ ৭৯ টি অবৈধ স্থাপনা রয়েছে। এরমধ্যে বিভিন্ন বাজার, একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বসতবাড়ি রয়েছে। গত রবিবার মাইকে স্থাপনা গুলো স্ব-স্ব মালিককে ৩ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য আবহান জানানো হয়। উচ্ছেদ অভিযান চলাকালে আড়ৎ এবং বাজারের মালিক ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির (বুলু) সহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়ির মালিকগণ সরকার কর্তৃক অধিগ্রহনকৃত জমি অধিগ্রহন মুক্তের কাগজপত্র নিয়ে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাসকে দেখান। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ও জমি দাবীকারী সকলকে স্ব-স্ব কাগজপত্র খুলনা জেলা প্রশাসকের কাছে দাখিল করার জন্য পরামর্শ প্রদান করেন।

Related posts