
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা রোববার (৬ ডিসেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও খুলনা জেলা পরিষদের চেয়্যারম্যান শেখ হারুনুর রশীদ।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারী মকবুল হোসেন মিন্টু। ২০২০সালের ৩০নভেম্বর পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব এবং ২০২১ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম পলাশ। আলোচনায় অংশ নেন আজীবন সদস্য অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট জোবায়ের আহমেদ খান জবা।
এর আগে জেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি শেখ হারুনুর রশীদ ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন জেলা ইউনিটের সেক্রেটারী মকবুল হোসেন মিন্টু।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আজীবন সদস্যবৃন্দ বার্ষিক সাধারণ সভায় যোগদান করেন। আল আমিন শেখের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকরা বার্ষিক সাধারণ সভার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।