জাতি গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: শ্রম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জাতি গঠনে পড়াশুনার পাশাপাশি খেলাধুলাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার খেলাধুলা মানোন্নয়নে বহুবিধ ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি শুক্রবার (১২এপ্রিল) রাত সাড়ে আটটায় খুলনার খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ড সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর অবদান রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। তাই শত প্রতিকূলতার মাঝেও সকল শিক্ষার্থীকে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি একেএম ছানাউল্লাহ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক নিভা রানী পাঠক, রোটারী স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ। স্বাগত জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমান উল্লাহ শেখ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Related posts