জাতির পিতার জন্মদিনে কেইউজে’র আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র আলোচনা সভা রোববার (১৭মার্চ) প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এ কে হিরু, অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী, সুবীর রায়, অমল সাহা, মোঃ শাহ আলম, মল্লিক সুধাংশু, বিএফইউজে’র নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, যুগ্ম-সধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম নূর হাসান জনি, ইউনিয়নের সদস্য রকিব উদ্দিন পান্নু, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য সুনীল দাস, বাপ্পী খান, পলাশ দত্ত, সাগর সরকার, হাসানুর রহমান তানজীর।
সভায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবর্ষ পূর্তির্তে একশ’ পাউন্ডের কেক কাটার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে মাল্যদান শেষে কেক কাটা হয়। এসময় ইউনিয়নের নেতৃবৃন্দসহ মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহ জালাল হোসেন সুজন এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts