
এসবিনিউজ ডেস্ক: জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ২৯ জনকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়।
র্যাব-১০ সূত্র জানায়, র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে ও র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের সমন্বয়ে বিকেল ৩টার দিকে দনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘরে থাকার সরকারি আহবান উপেক্ষা করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে ২৯ জনকে জরিমানা করেন আদালত।