
স্টাফ রিপোর্টার: নাগরিক সংগঠন জনউদ্যোগ, খুলনা ও নাগরিক সমাজের উদ্যোগে মঙ্গলবার (২১ এপ্রিল) নগরীতে কর্মহীন শ্রমজীবী মানুষের জন্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এ সময় করোনা প্রতিরোধে আমাদের করণীয় নিয়ে কর্মহীন করার কারণ নিয়ে আলোচনা করেন বিএমএ এর সভাপতি ডা: বাহারুল আলম। এ্যাড: শামীমা সুলতানা শীলুর সঞ্চালনায় অন্যনান্যদের মধ্যে বক্তব্য দেন এ্যাড: আ ফ ম মহসীন, নরেশ দেবনাথ, আব্দুল হালিম, চিশতি মুস্তারি বানু, এ্যাড: আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।
বক্তারা ইজিবাইক ও রিকশা চালক, ফুটপাত হকার, দিনমজুর, হ্যান্ডলিং শ্রমিকদের আলাদা আলাদাভাবে তালিকা করে ত্রাণ বন্টন করার জোর দাবি জানিয়েছেন এবং সরকারি উদ্যোগের পাশাপাশি সকল বেসরকারি উদ্যোগে নিরন্ন মানুষের পাশে থেকে সকলকে খাদ্য সামগ্রি বিতরণের আহ্বান জানানো হয়।