বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ❙ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

জঙ্গিদের লক্ষ্য ছিল এবিটির প্রধানকে মুক্ত করা

এসবিনিউজ ডেস্ক: আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) প্রধান জসিমউদ্দিন রহমানীকে কারাগার থেকে মুক্ত করার পরিকল্পনা ছিল চার জঙ্গির। এজন্য তারা অর্থও সংগ্রহ করে। তবে তারা গ্রেপ্তার হওয়ায় সে পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেছে র্যাযব।

শুক্রবার (০১ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ানবাজারে র্যারবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ২৮ জানুয়ারি আশুলিয়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. আব্দুস ছোবহান ওরফে হাবিবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে মো. শাহরিয়ার নাফিস, মো. রাসেল, মো. রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম ও মো. আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেলের কাছে রাহমানীকে মুক্ত করার টাকা জমা ছিল।

র্যা বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘দেশের সম্মানিত ব্যক্তিবর্গ এবং অনলাইন অ্যাকটিভিস্টদের হত্যা চেষ্টার পরিকল্পনা ছিল জঙ্গিদের।’

র্যা বের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপনে সংগঠনকে উজ্জীবিত করার কাজ করে যাচ্ছে জঙ্গিরা। তাদের অন্যতম পরিকল্পনা হলো সংগঠনের প্রধান জসিমউদ্দিন রহমানীকে কারাগার থেকে মুক্ত করা। যদি আইনি প্রক্রিয়ায় তারা মুক্ত না করতে পারে, তাহলে কারাগারে হামলা করে হলেও জসিমউদ্দিন রহমানীকে মুক্ত করার পরিকল্পনা ছিল। গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাকটিভিস্ট গ্রুপে ছদ্মবেশে যুক্ত হয়ে গ্রুপের সদস্যদের চিহ্নিত করে হত্যার চেষ্টা করে। একটি জাতীয় পত্রিকায় বিবাহ সংক্রান্ত হাদিস নিয়ে কটুক্তি করায় ওই পত্রিকার সম্পাদককে তারা হত্যার পরিকল্পনা করে। শাহরিয়ার নাফিস স্কুলে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর দুই বছর বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়ন করে। পরে পুনরায় আগের হাইস্কুলে অধ্যয়ন শুরু করে। ২০১৭ সালে অনলাইনে (ফেসবুক) জনৈক আমানের সঙ্গে পরিচয়ের মাধ্যমে এবিটিতে যোগ দেয়। রাসেল ২০১৩ সালে এসএসসি পাশ করে একটি পোশাক কারখানায় চাকরি নেয়। এ সময় সে ফেসবুকে উগ্রবাদী পোস্ট ও ভিডিও দেখত এবং অন্যদের সঙ্গে এ সম্পর্কে আলোচনা করত। ২০১৭ সালের মাঝামাঝি ফেসবুকের মাধ্যমে ওই গ্রুপের নিয়ন্ত্রক আমানের সঙ্গে পরিচয় হয়। সে নিয়ন্ত্রকের নির্দেশনায় বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, তাদের কাছে অর্থ সংগ্রহ ছাড়াও সদস্য সংগ্রাহকের দায়িত্ব পালন করে আসছে। বাকিরাও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে আসছে।

Related posts