
এসবিনিউজ ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২৩এপ্রিল) গুজরাটের আহমেদাবাদ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভোট দেওয়ার পর মোদি সাংবাদিকদের বলেন, জঙ্গিদের আইইডি (বিস্ফোরক অস্ত্র) অস্ত্রের চেয়েও ভোটার আইডি অধিক শক্তিশালী। জঙ্গিদের শক্তি বিস্ফোরক অস্ত্র আর গণতন্ত্রের শক্তি ভোটার আইডি। তাই আমাদের সবার ভোটার আইডির গুরত্ব অনুধাবন করা উচিত। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের
আহমেদাবাদ কেন্দ্রে ভোট দেওয়ার আগে খোলা জিপে চড়ে মোদি সেখানে একটি ছোট রোড-শো করেন। দলের নেতাকর্মীদের নিয়ে রাস্তায় কিছুটা পথ হাঁটেন।
কেন্দ্রে আসার আগে মোদি তার মা হীরাবেনের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন। মাকে একটি শাড়িও উপহার দেন তিনি।
তৃতীয় ধাপে আজ ১৩টি রাজ্যের ১১৭টি আসনে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। রাজ্যগুলো হচ্ছে আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কর্নাটক, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, কেরালা, মহারাষ্ট্র, উড়িষ্যা, উত্তর প্রদেশ ও দমন-দিউ।
গুজরাট এবং কেরালার সব আসনের পাশাপাশি রাজ্যের আরও কিছু আসনেও ভোট হচ্ছে আজ। শুধু বেশি আসনে ভোট হওয়াই নয় প্রার্থী তালিকার দিক থেকেও এই দফাটি বিশেষ।
তৃতীয় দফা ভোটের হেভিওয়েট প্রার্থীরা হলেন- গুজরাটের গান্ধীনগর থেকে বিজেপি সভাপতি অমিত শাহ এবং কেরালার ওয়ানড কেন্দ্র থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
গত লোকসভা নির্বাচনে যেসব জায়গায় বিজেপির ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছিল আজ সে আসনগুলোতেই ভোট হচ্ছে।
এর আগে গত ১১ ও ১৮ এপ্রিল প্রথম ও দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ করা হয়। সাত ধাপের নির্বাচনে আগামী ২৯ এপ্রিল এবং ৭, ১২ এবং ১৯ মে ভোট হবে। ফল ঘোষণা করা হবে ২৩ মে। বিশ্বের বৃহত্তম ও ব্যয়বহুল এ নির্বাচনে ভোটার প্রায় ৯০ কোটি।