
বিনোদন ডেস্ক: টাালিউড নায়িকা নুসরাত জাহান মা হয়েছেন সপ্তাহ খানেক হলো। সন্তানের নাম রেখেছেন ঈশান। তবে সন্তানের বাবা কে সে কথা আনুষ্ঠানিকভাবে জানাননি এখনো। তবে ইঙ্গিতে বলেছেন যশই হচ্ছেন তার সন্তানের পিতা। নানা ছলে গণমাধ্যমে সে কথাই বুঝিয়েছেন তিনি।
এবার জানা গেলো ছেলে ঈশানের জন্ম সার্টিফিকেট নিতে কলকাতা পৌরসভায় একসঙ্গে হাজির হয়েছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। শনিবার বিকেলে হঠাৎ কলকাতা পৌরসভায় দুজনকে দেখা যায়।
কলকাতার গণমাধ্যম জানায়, এ জুটিকে বেশ কিছুক্ষণ কলকাতা পৌরসভার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত রায় চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। সেখানে ছেলে ঈশানের জন্ম সার্টিফিকেট নিতে এসেছেন তারা।
তাদের আসার খবরে সেখানে হুড়োহুড়ি লেগে যায়। নিরাপত্তারক্ষী ও কলকাতা পুলিশের তৎপরতায় দুজন পৌরসভার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত রায় চৌধুরীর ঘরে ঢোকেন। প্রায় পয়তাল্লিশ মিনিট মুখ্য স্বাস্থ্য কর্মকর্তার ঘরে অবস্থান নেন তারা।
যশ ও নুসরাতের হঠাৎ পৌরসভায় আসা নিয়ে নানা কানাঘুষা শুরু হলেও এর কোনো উত্তর দেননি তারা। তবে পৌরসভা অন্দরে চর্চা হয় তারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে এসেছেন। পৌরসভা সূত্রের বরাতে কলকাতার গণমাধ্যম জানায় ছেলে ঈশানের জন্ম সার্টিফিকেট নিতে আসেন।
পৌরসভা ত্যাগ করার আগে দুজনই প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা কেউ মুখ খোলেননি। সূত্র: আনন্দবাজার