
এসবিনিউজ ডেস্ক: বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুও বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এমন অবস্থায় ভাইরাস প্রতিরোধে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আনার পরিকল্পনা করছে সরকার।
শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার পরিকল্পনা রয়েছে সরকারের। করোনা প্রতিরোধে ইতোমধ্যে দেশের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপি সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরো জানান, নতুন করে আরও চারজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
বর্তমানে ৫০ জন প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে আছেন। আর দেশে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪ হাজার জন।
আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট ও শেখ সেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কোয়ারেন্টাইন হচ্ছে। এছাড়া নতুন ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করা হবে।
বাংলাদেশে প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর একজনে মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। এই ব্যক্তি বিদেশ ফেরত একজনের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মারা যাওয়া দুজনই ৭০ বছরের উপরে।
এদিকে প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।