চীনা শহরে বন্ধ হচ্ছে কুকুর-বিড়ালের মাংস খাওয়া

এসবিনিউজ ডেস্ক: চীনের প্রথম শহর হিসেবে কুয়াংতুং প্রদেশের প্রধান শহর শেনঝেনে বন্ধ হচ্ছে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার রীতি। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১ মে থেকে নতুন এই আইনটি শেনঝেনে কার্যকর হবে। ওই দিন থেকে শহরের কেউ কুকুর ও বিড়ালের মাংস বিক্রি করতে ও খেতে পারবেন না।

চীনের উহানে সামুদ্রিক প্রাণীর বাজার থেকে অথবা বাঁদুড় বা বনরুই জাতীয় কোনো প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়েছে- বিভিন্ন গবেষণায় এমন তথ্য উঠে আসার পরিপ্রেক্ষিতে শেনঝেন শহরের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

পশুর অধিকার নিয়ে কাজ করা হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠনের তথ্য অনুযায়ী, মাংসের চাহিদা মেটাতে প্রতিবছর এশিয়ায় ৩ কোটি কুকুর হত্যা করা হয়।

চীনের বেশিরভাগ মানুষ অবশ্য কুকুরের মাংস খায় না। তারা ভবিষ্যতেও এ ধরনের পশুর মাংস খাওয়ার পক্ষপাতী না। অল্প কিছু অঞ্চলের মানুষ এ ধরনের পশুর মাংস খেয়ে অভ্যস্ত।

হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের সদস্য ডা. পিটার লি বলেন, মাংসের চাহিদা মেটাতে চীনে প্রতি বছর ১ কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল হত্যা করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে করোনাভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সব ধরনের বন্য জন্তু কেনা-বেচা বন্ধ করে দেয় চীনের সরকার।

Related posts