চিরচেনা কালোজিরা-মধু-আদাতেই স্বস্তি

এসবিনিউজ ডেস্ক: হোম কোয়ারেন্টিনে থাকার এই সময়টায় সবচেয়ে বেশি প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নির্ভর করতে পারি বিশুদ্ধ প্রাকৃতিক উপাদানেই। 

আমাদের চিরচেনা কালোজিরা- মধু- আদায়ই রয়েছে সেই অমূল্য উপকারিতা। আসুন জেনে নেই: 


কালোজিরা
মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলা হয় কালোজিরাকে। স্থুলতা, ক্যান্সার ও হৃদরোগ সব কিছুর বিরুদ্ধেই শক্ত প্রতিরোধ গড়ে তোলে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ কালোজিরা। সাধারণ সর্দি-কাশি, নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর, যেকোনো ধরনের শারীরিক দুর্বলতা কাটাতেও কালোজিরার জুড়ি নেই।  

মধু
অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ মধুর উপকারিতা বলে শেষ করা যাবে না। দ্রুত ক্ষত সারাতে সাধারণ জ্বর সর্দি-কাশিতে মধু ওষুধের মতোই কাজ করে। 

আদা
মাথা ব্যথা, পেটে ব্যথা, বমি বমি ভাব, ঠান্ডা লেগে কাশির চিকিৎসায় আদা ব্যবহার হয়ে আসছে। 

কালোজিরা-মধু-আদার মিশ্রণ 
এক চা-চামচ কালোজিরা বাটা, সমপরিমাণ আদার রস ও মধু মিশিয়ে দিনে তিন বার খান। 


করোনা ভাইরাসের ভয়াবহতায় ভয় না পেয়ে সচেতন হোন, নিরাপদে থাকুন, থাকুন সুস্থ। 

Related posts