গণহত্যা জাদুঘর পরিদর্শনে শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। তার সাথে উপস্থিত ছিলেন খুলনাসিটিকরপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনাবিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
বৃহস্পতিবার (৪এপ্রিল) গণহত্যা জাদুঘরে মন্ত্রীকে স্বাগত জানান জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রখ্যাত ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন, ট্রাস্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম ও অন্যান্য ট্রাস্টিবৃন্দ।
মন্ত্রী জাদুঘরের প্রত্যেকটি গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। জাদুঘরে ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র ও নিদর্শন দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জাদুঘর পরিদর্শন কালে পরিত্যাক্ত ভবন দেখে মন্তব্য করেন যে, জাদুঘরের নিদর্শনগুলি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, এ গণহত্যা জাদুঘর আমাদের ১৯৭১ এর ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌছে দেবে। আমাদের মধ্যে মানবতা বোধ জাগ্রত করবে। গণহত্যার বিরুদ্ধে জনমত গড়ে তুলবে। ভবিষ্যতে আর কোথাও যেন এমন অপরাধ সংঘটিত না হয় তা নিশ্চিত করতে সবাইকে উদ্বুদ্ধ করবে।

Related posts