বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ❙ ৯ চৈত্র ১৪২৯

গণহত্যা জাদুঘরের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’ এর উদ্যোগে শনিবার (১২ ডিসেম্বর) যশোর শিক্ষা বোর্ড মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ষষ্ঠ শহিদ স্মৃতি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়।
গণহত্যা আর্কাইভ ও জাদুঘরের সভাপতি ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করেন বাংলা একাডেমির সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক শামসুজ্জামান খান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণহত্যা আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি শাহরিয়ার কবির। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। স্বাগত বক্তব্য দেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণহত্যা জাদুঘরের ট্রাস্টি স¤পাদক ড. চৌধুরী শহীদ কাদের।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাসকে জনমুখী করে তোলার জন্য গণহত্যা জাদুঘর বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করে থাকে। এমন প্রয়াসের অংশ হিসাবে গণহত্যা জাদুঘর আয়োজন করেছে ৩টি আন্তর্জাতিক সেমিনার, ১১টি জাতীয় সেমিনার এবং ৫টি শহিদ স্মৃতি বক্তৃতা। এবারের আয়োজনটি জাদুঘরের পক্ষ থেকে শহিদ স্মৃতি স্মারক বক্তৃতার ষষ্ঠতম আয়োজন।
অনুষ্ঠানে গণহত্যা জাদুঘর আয়োজিত পিজিটি কোর্সের প্রশিক্ষণার্থীদের পাশপাশি স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানটি গণহত্যা জাদুঘর এর ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়।

Related posts