খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস থেকে সতর্কতায় মন্ত্রিপরিষদের সভার সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের ১৮ মার্চ বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ সকাল দশটায় পুনরায় হলসমূহ খুলে দেওয়া হবে এবং ১ এপ্রিল থেকে পুনরায় শিক্ষাকার্যক্রম চালু হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় করোনাভারাসের উদ্ভুত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য শিক্ষার্থীসহ সকলের প্রতি পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, জনসমাবেশ এড়িয়ে চলাসহ অন্যান্য করণীয় বিষয় অনুসরণ করে সুস্থ থাকার জন্য পরামর্শ দেন। এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে পরস্পরের সাথে  যোগাযোগ রক্ষা করার আহবান জানিয়ে তিনি সকলের সুস্থতা কামনা করেন।  

Related posts