
স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগে ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় ৩৯২জন নিহত ও ১ হাজার ৫১জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯জানুয়ারি) খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ২৩৭জন আহত, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ৯২জন নিহত ও ৪৩২জন আহত, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১১জন নিহত ও ১৭৪ জন আহত এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ১২০জন নিহত হয়েছে ও ২০৮জন আহত হয়েছেন ।
খুলনা বিভাগের মধ্যে খুলনা, যশোর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেশি- উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পথচারী, যানবাহনের মুখোমুখী সংঘর্ষ এবং খাদে পড়ে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ হতাহতের ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনারোধে পাশকৃত নতুন আইনের সঠিক ব্যবহার, দক্ষ চালক তৈরি করতে সরকারি উদ্যোগ এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত তথা ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহয়তা দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনা ওয়াসা কর্তৃক দীর্ঘদিন ধরে খুলনা নগরীর সড়কগুলো খোঁড়াখুঁড়ির ফলে সড়কগুলো ভোগান্তিতে পরিণত হয়েছে। এর ফলে প্রতিদিন কোন না কোন সড়কে দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে এ বিষয়ে সিটি মেয়রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। সেই সাথে নগরীর ফুটপাত দখলমুক্ত এবং ইজিবাইক নিয়ন্ত্রণ করায় মেয়রকে ধন্যবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা’র জেলা উপদেষ্টা অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। এসময় বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, নিসচা’র জেলা সভাপতি মো. হাছিবুর রহমান হাছিব, সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি আবেদ আলী, মো. সেলিম খান, মো. হায়দার আলী, এসএমএ রহিম, এম মোস্তফা কামাল, জিএম মহিউদ্দিন, কামরুল কাজল, আনোয়ারা পারভীন আক্তার পরী, শিরিনা পারভীন, সাহানা পারভীন, মো. ফিরোজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।