
স্টাফ রিপোর্টার: খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা’র কাছে ক্লাবের বিদায়ী সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন ক্লাবের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, এস এম নূর হাসান জনি ও মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শাহ আলম ও সোহেল মাহমুদ।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও মল্লিক সুধাংশু, বিদায়ী কমিটির যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, বাপ্পী খান, সুনীল কুমার দাস, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, উত্তম সরকার প্রমুখ।
আগামীকাল শনিবার বেলা ১১.৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। ক্লাবের সকল সদস্যকে এ সময়ে উপস্থিত থাকার জন্য নবনির্বাচিত পরিষদের সভাপতি ও সাধারণ সম্পদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।