
স্টাফ রিপোর্টার: খুলনায় মেলার নামে জুয়ার আখড়া থেকে ১৫ জনকে আটক করে কারাদন্ড দেয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে তাদের এ কারাদন্ড দেয়া হয়।
র্যাব-৬’এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, নগরীর ফুলবাড়ীগেটে শীতকালীন মেলার মাঠে জুয়ার আসর চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। রাত ৮টা পর্যন্ত অভিযানে ১৫ জনকে আটক এবং ৮টি জুয়ার বোর্ডের মালামাল ও নগদ ১২ হাজার টাকা জব্দ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ১৫ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ ন্ড প্রদান করেন। দ ন্ডপ্রাপ্তরা হলেন, একলাছ বেপারী (৪০), মো. হাসান (২১), শিপন শেখ (২১), রাজিব (২৬), মো. শাহজালাল (৩০), মো. বিলাল (৪০), মিল্টন (৩৫), সাহেব আলী (৪৫), মাসুম সরদার (৩০), সবুজ (২৮), খোকন মুন্সি (৩৮), মো. কামরুল (৫০), পরিমল কুমার (৪৬), জাহাঙ্গীর (৩২) ও মো. বাবু (১৯)।