
স্টাফ রিপোর্টার: খুলনায় প্রাইভেটকার এবং মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২জন নিহত হয়েছে। শুক্রবার (১৭ মে) মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতী বাইপাসের বড়ইতলা ঘাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে মটরসাইকেলের চালক ওমর ফারুক হৃদয়(২৪) ও হাসপাতালে নেওয়ার পথে মটরসাইকেল আরোহী দুই জমজ ভাইয়ের ছোট ভাই সাকিন আলম ষ্টার (১০) নিহত হয়েছে। জমজ বড় ভাই মাহিন আলম সান (১০)কে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান. বেলা ২টার দিকে বড়ইতলা ঘাট এলাকায় মোড় ঘোরার সময় যশোর গামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ১৮-২৩৬২) সাথে দৌলতপুর গামী মটরসাইকেল (ঝিনাইদহ-হ ১২-৭৮৪০) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকার এবং মোটসাইকেল দুমড়েমুচড়ে যায়। এ সময় মটরসাইকেলের চালক হৃদয় ঘটনাস্থলে নিহত হয়। দুই আরোহীর মধ্যে একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় এবং অপরজনকে মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা দৌলতপুর থানাধীন আমতলা মোড় আঞ্জুমান রোড এলাকার বাসিন্দা বলে জানান ওসি।