
স্টাফ রিপোর্টার: খুলনা জেলা পর্যায়ে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জবাবদিহিতা শক্তিশালীকরণ এবং সেবাগ্রহীতাদের অধিকার নিশ্চিতকরণে সহায়তা প্রদান বিষয়ক স্বাস্থ্য সমাবেশ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) খুলনা স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সুশান্ত কুমার রায়।
খুলনার সিভিল সার্জন ডাঃ এএস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গুরু প্রসাদ ঘোষ, খুলনা ইউনিসেফের হেলথ অফিসার ডাঃ এস এম নাজমুল এবং স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোমিনুল ইসলাম। স্বাগত জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ। প্রবন্ধ উপস্থাপন করেন এমএনসিএইচ প্রকল্পের সমন্বয়কারী অনিরুদ্ধ রায়। সভায় খুলনার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং খুলনার ১০টি উপজেলার স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় খুলনা জেলা স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।