বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ❙ ৯ চৈত্র ১৪২৯

প্রধানমন্ত্রীর চাচীর আত্মার মাগফিরাত কামনায় খুলনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং সেখ সালাহউদ্দিন জুয়েলের মাতা শেখ রিজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) জুম্মাবার কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক জিয়াউর রহমান দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, জেলা প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমামসহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Related posts