বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ❙ ১১ জ্যৈষ্ঠ ১৪৩০

খুলনায় মা-ছেলে গ্রেফতার, অস্ত্র গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার: খুলনায় টাস্কফোর্সের অভিযানে মা ও ছেলে এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২এপ্রিল) সন্ধ্যায় নগরীর টুটপাড়ার মরিয়মপাড়া এলাকার বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মা মনিকা সরকার ও ছেলে রূপক সরকারএবং মাদক ব্যবসায়ী আব্দুল হামিদ।
টাস্কফোর্সের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড উইমেন কলেজ সংলগ্ন মরিয়মপাড়াস্থ বাসায় অভিযানকালে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৬৩ বোতল ফেনসিডিল এবং শর্টগানের ১৭ রাউন্ড ও রিভলবারের ১৩ রাউন্ড গুলি, এক বোতল হুইস্কি ও ১ক্যান বিয়ার, একটি মটরসাইকেল ও নগদ ১১হাজার ৫০০টাকা উদ্ধার করা হয়।
এর আগে নগরীর দারোগাপাড়াস্থ আজিজুর রহমান সড়কের হামিদ স্টোরে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মুদি দোকানী আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়।
অভিযানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবুল হোসেন ও উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ এহসান শাহ, গোয়েন্দা পরিদর্শক পারভীন আক্তার ও খুলনা সদর থানার ওসি মোঃ হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। এ বিষয়ে রাতে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করা হয়।

Related posts